নাটোর চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা আহাদ আলী সরকারের বেয়াই মনছুর রহমানকে সোমবার প্রকাশ্যে মারপিট করে অপহরণের চেষ্ঠা করেছে কয়েক যুবক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরের বড়গাছা হাজীপাড়ার বাসা থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোটর সাইকেলে মিলে যাওয়ার পথে রেলগেট এলাকায় মুখে কাপড় বাধা মোটর সাইকেল আরোহী পাঁচ যুবক তার গতিরোধ করে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সিবিএ নেতা মনছুর রহমান প্রাণ বাঁচাতে দৌড়ে পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে মিলের অন্যান্য শ্রমিক নেতারা তাকে উদ্ধার করে মিলে নিয়ে আসে। হামলাকারীরা তার কাছে থাকা অফিসের প্রয়োজনীয় জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যায়। মনছুর রহমান নাটোর চিনিকলের তেলকুপি ক্রয় কেন্দ্রের সিআইসি।
হামলার শিকার মনছুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় তিনি নাটোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নাটোর থানার ওসি মিজানুর রহমান মিজান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ