কুমিল্লার চান্দিনায় ইয়াবা ট্যাবলেটসহ মতিউর রহমান নজরুল (৩২) নামে এক ভুয়া ডিবি কর্মকর্তাকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হাতকড়া ও ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
নজরুল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আতিবপুর গ্রামের আব্দুল লতিফ হাফিজ উদ্দিনের ছেলে। তিনি নিজেকে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার বলে দাবি করেন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মহাসড়কের তীরচর এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় তাকে সন্দেহ হলে তিনি নিজেকে ঢাকা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।
কিন্তু তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন