চট্টগ্রামের রাউজানে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজা শেষে ফেরার পথে সাংবাদিককে গুলির ঘটনায় এক আওয়ামী লীগ নেতা ও একজন যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার দিকে রাউজানের মুন্সির ঘাটা নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, রাউজান পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক আবদুল লতিফ ও যুবলীগ কর্মী আবু সালেক।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ২২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ দাফনের খবর সংগ্রহ করে রাউজান থেকে চট্টগ্রামে ফেরার পথে মোহনা টেলিভিশনের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মোহনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজিব সেন প্রিন্স গুলিবিদ্ধ হন। এই ঘটনার সাথে জড়িত অভিযোগে ছাত্রলীগ নেতা আবদুল লতিফ ও যুবলীগ কর্মী আবু সালেককে সোমবার রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক প্রিন্সের ওপর গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে আবু সালেক। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ