নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে তালগাছের ডাল কাটতে গিয়ে বৃহস্পতিবার দুপুর একটার দিকে বিদ্যুতের তারে জড়িয়ে নুরনবী (৫২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নুরনবী একই ইউনিয়নের হাসানহাট গ্রামের খোনার বাড়ির মোহর আলী ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সোনাপুর গ্রামের সেন্টু মিয়া নুরনবীকে তালগাছের ডাল কাটার জন্য নিয়ে আসে। নুরনবী তালগাছের ডাল কাটতে গাছে উঠলে ওই গাছের একটি ডাল পল্লীবিদ্যুৎয়ের তারের সাথে হেলে পড়ে। তখন গাছের ডাল কাটার সময় বিদ্যুৎয়ের তারে জড়িয়ে যায় নুরনবী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব