ফেনীর মহীপালে সম্পত্তি বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক স্কুলছাত্রীসহ দুজন নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
নিহতরা হলেন— নবম শ্রেণির ছাত্রী আকলিমা আক্তার (১৫), মাঈনুদ্দিন (৫০)। গুলিবিদ্ধরা হলেন— আলাউদ্দিন (৩৫), মারুফ (৬), মো. সাইফুল ইসলাম (৩৬)।
নিহতদের স্বজন আলাউদ্দিন, নাসির উদ্দিন ও মো. হানিফ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফেনীর মহীপাল চৌধুরী বাড়ির ৬২ শতাংশ জায়গা নিয়ে মহীপাল চৌধুরী বাড়ির লোকজনদের সঙ্গে মাঈনুদ্দিনের বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে মান্না, শহীদ চৌধুরী, স্বপন, মিঠু চৌধুরী, সাহেদ চৌধুরী অতর্কিতভাবে প্রায় ৫০ রাউন্ড গুলি চালায়। এতে দুজন নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত আকলিমা আক্তার নিহত মাইনুদ্দিনের ভাগ্নি।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে করিব ও ডা. আবু তাহের জানান, গুলিবিদ্ধ শিশু ফারুফের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর/মাহবুব