জয়পুরহাটের পাঁচবিবিতে অপহরণের তিন দিন পর রাধা রাণী নামের আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ের ঝোঁপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত ২২ ডিসেম্বর বিকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় সে অপহৃত হয়। পরে অপহরণকারীরা রাধারানীর বাবার কছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছিল।
নিহত ওই শিশু পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের পরেশ চন্দ্র সরকারের মেয়ে। লাশ উদ্ধারের পর শিশুর মা অসুস্থ হয়ে জয়পুরহাট হাসপাতালে ভর্তি হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর বুধবার বিকালে বাড়ির পাশ থেকে রাধারাণী অপহৃত হওয়ার পর শিশুর পিতা বিষয়টি পুলিশকে জানিয়েছিল। পুলিশ শিশুটিকে উদ্ধারে ব্যাপক তল্লাসী চালালেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর/মাহবুব