নীলফামারীতে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের বুড়ি তিস্তা নদীর খোকশার ঘাট ব্রিজের নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকালে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শ্যামলা বর্ণের ওই লাশের পরনে ছিল সেলোয়ার কামিজ। লাশের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা