ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার কুলচারা-গাবলা নামক স্থানে শনিবার সকালে মাইক্রোবাস চাপায় উম্মে তায়েবা আঁখি (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
স্কুল ছাত্রী ভাটই বাজার আধুনিক কিন্ডার গার্টেনের ৩য় শ্রেণির ছাত্রী ও ভাটই বাজার এলাকার আমিনুর রহমান চাঁনের মেয়ে ।
শৈলকুপা থানার ওসি তুজাম্মেল হক জানান, সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার জন্য শিশুটি মায়ের সাথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা