সিরাজগগঞ্জে দু'পক্ষের সংঘর্ষ চলাকালে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে হবিবর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত হবিবর রহমান ফুলবাড়ি মহল্লার মৃত ওসিমুদ্দি সেখের ছেলে। এ ঘটনায় ২ জন আহত ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে রজব আলী (৩৪) নামের একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুরের দিকে পৌর এলাকার নতুন ফুলবাড়ী ও তেলকুপি মহল্লার যুবকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সদর থানার উপ-পরিদর্শক আনিছুর আহম্মেদ জানান, শুক্রবার রাতে ইসলামী জালসা চলাকালে পূর্ব শক্রতার জেরধরে তেলকুপি মহল্লার যুবকরা ফুলবাড়ি মহল্লার এক যুবককে মারপিট করে। আজ সকালে ওই বিষয়ে বিচার চাইতে গেলে উভয় মহল্লার যুবকদের মধ্যে আবার মারপিটের ঘটনা ঘটে। এরই একপর্যায়ে দুপুরে তেলকুপি মহল্লার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফুলবাড়ি মহল্লায় হামলা চালায়। সংঘর্ষে ফুলবাড়ি মহল্লার রজব আলী, হযরত আলীসহ বেশ কয়েকজন আহত হয়। এ সময় বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয়গ গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় আতংকগ্রস্থ বৃদ্ধ হবিবর রহমান হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন