নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাইসাইকেল চুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু তাহের শাকিল (১৫) চন্দ্রশুদ্দি গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।
আজ শনিবার সকালে দয়রামদি গ্রামের জামতলা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ভূঁইয়ার হাট বাজারে বড় ভাই আবুল কাশেমের গ্রিল ওয়ার্কশপে কাজ করতো শাকিল।
নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, বাইসাইকেল নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় ভূঁইয়ারহাট বাজারের জাফরের সাকইকেল ওয়ার্কশপ থেকে শকিলকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর রাতে তিনিসহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি পরও শাকিলের কোন সন্ধান পাননি। শনিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন জানান, নিহতের মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যার করা হয়েছে বলে মনে হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাইকেল ওয়ার্কশপের মালিক জাফর ও তার ছেলে মোশারেফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন