রাজশাহীর বাগমারার মচমইল সৈয়দপুর চকপাড়া কাদিয়ানি সম্প্রদায়ের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
আজ ঘটনাস্থলে গিয়ে আহমদিয়া মুসলিম জামাতের রাজশাহীর সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ শামস বিন তারিক অভিযোগ করে বলেন, তাদের তিন নেতা আবু সাঈদ, আশরাফুল ইসলাম ও সফিকুল ইসলামকে শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন। আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। র্যাব ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা কোনো তথ্য পাননি।
পুঠিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসলাম আহমেদ জানান, তারা কাউকে আটক বা গ্রেফতার করেননি। তারা নিহত যুবকের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছেন। তবে অভিযোগটি খতিয়ে দেখা হবে।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন