বরিশালে জেলা ছাত্রলীগ সদস্য তাহসিন ইসলাম নিলয়কে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত শুক্রবার রাতে নগরীর বরিশাল জিলা স্কুল মোড়ে হামলায় আহত নিলয় সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ছবির ছেলে। এ সময় নিলয়ের বন্ধুদের দুটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। আহত নিলয়কে গুরুতর অবস্থায় শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়েছে। পুলিশ আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন