নাশকতার মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল বারীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভালাইপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামায়াত নেতা আব্দুল বারী মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মহিউদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, আব্দুর বারীর নামে মহেশপুর থানায় ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভালাইপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন