ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি রোকনজ্জামান সরকারের বাসার মালামাল জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনে তার নিজ বাসা থেকে বিভিন্ন অস্থাবর মালামাল জব্দ করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রদল সভাপতি রোকনের বিরুদ্ধে নাশকতার মামলা সহ ৭ টি মামলা রয়েছে। এসব মামলায় আদালতে হাজিরা দেননি তিনি।
এ কারনে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত রোকনের অস্থায়ী সম্পত্তি জব্দ করার নির্দেশে দেন। পরে তার বাসা থেকে শনিবার সন্ধ্যায় একটি টিভি, কয়েকটি চেয়ার, একটি ড্রেসিং টেবিল ও একটি খাট জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন