বরিশালের গৌরনদীতে বাসচাপায় লিটন ব্যাপারী (৩২) নামে ইউনিয়ন যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।
আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে গৌরনদীর বেজগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লিটন ব্যাপারী খাঞ্জাপুর ইউনিয়নের সমরসিংহ গ্রামের মফেল ব্যাপারীর ছেলে এবং খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চৌধুরী জানান, রাতে লিটন ব্যাপারী মোটরসাইকেলে খাঞ্জাপুর থেকে গৌরনদীর বন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের বেজগাতি এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদেন শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন