শিবগঞ্জ উপজেলার কানসাট ধোপপুকুর এলাকা থেকে ৩টি বিদেশী পিস্তল, ৫টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ পলাশ (২৫) নামে একজনকে আটক করেছে র্যাব।
আটককৃত পলাশ এর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া গ্রামে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্মকর্তা এএসপি অলোক বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাবের একটি টহল দল পলাশ নামের ওই ব্যক্তিকে আটক করে। এসময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩টি পিস্তল, ৫টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন