রাজশাহীর বাগমারায় উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামে শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে আহমদিয়া মুসলিম জামায়াত জামে মসজিদে আত্মঘাতি বোমা হামলায় নিহত অজ্ঞাত যুবকের লাশ দাফন করা হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে নগরীর হেতেম খাঁ গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
ঘটনার দুইদিন পরেও নিহতের পরিচয় না পাওয়ায় পুলিশ লাশটি কোয়ান্টাম ফাউন্ডেশনকে বুঝিয়ে দেয়। রবিবার দুপুরে লাশ কোয়ান্টাম ফাউন্ডেশন বুঝে নেওয়ার পরে দাফনের ব্যবস্থা করে। পরে লাশটি পুলিশের উপস্থিতিতে নগরীর হেতেম খাঁ গোরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, নিহত যুবকটির পরিচয় না পাওয়ায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়। পরে তারাই দাফন সম্পন্ন করে।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা