ঝালকাঠিতে পুলিশের ধাওয়া খেয়ে আসামি মো. সুমন (২৫) নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন। রবিবার সন্ধ্যায় পুলিশের ধাওয়া খেয়ে শহরের সিটিপার্ক থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেয় সুমন।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব জানান, শহরের রোনান্স রোডের অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন আলী খান বাদী হয়ে লিমন নকিব, মো. সুমনসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে রবিবার সকালে ঝালকাঠি থানায় একটি মামলা করেন। পরে মুজিবুর রহমান নকিবের ছেলে লিমন নকিবকে গ্রেফতার করে পুলিশ। আর সেকেন্দার আলীর ছেলে সুমনকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন শহরের মসজিদ বাড়ি সড়ক থেকে দৌড় দিয়ে সিটিপার্কের পাশ থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রলারে খোঁজাখুঁজি করছেন। সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ