ব্রাহ্মণবাড়িয়ায় একশ' পিস ইয়াবাসহ আটক দুই মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিবাগত রাত নয়টার দিকে শহরের ভাদুঘর থেকে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা।
আটককৃতরা হলেন ভাদুঘর ভূঁইয়াপাড়ার মৃত ফজলুল হকের ছেলে মো. সোহাগ (৪০) ও একই এলাকার দেওয়ানপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. ইমরান (২৭)।
আটক ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি জানান, মাদক ব্যবসায়ী সোহাগ ও ইমরানের বাড়ি থেকে ৫০ পিস করে একশ' পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৫/শরীফ