কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় একটি মেসে অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ পাঁচ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ লিফলেট, জিহাদী বই, সিডি, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে শহরের বত্রিশ এলাকার আক্কাছ মিয়ার দুতলা বাসার মেসে অভিযান চালানো হয়। অভিযানে জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিবির কর্মী মঞ্জুরুল ইসলাম, আলী হোসেন রনি, খায়রুল ইসলাম ও ফাইজুল আমীনকে আটক করে পুলিশ। অভিানে বিপুল পরিমাণ লিফলেট, জিহাদী বই, সিডি, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব