ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশ্ববিদ্যালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আসিফ ও প্রথম বর্ষের শিক্ষার্থী মামুন। নিহত আসিফের বাড়ি ত্রিশালে এবং মামুনের বাড়ি ময়মনসিংহের ঘুন্ডি এলাকায়।
এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কমপক্ষে এক ঘন্টা অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে সাতটার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের মোড় এলাকায় নেত্রকোনা গামী শাহ জালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেলে থাকা ওই দুই শিক্ষার্থী নিহত হন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা ঘাতক বাসটিকে আটক করেছি। তবে চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ