ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা থেকে ৫২টি দেশ ও বিদেশি অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হওয়া ২৬ যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে সিআইডি পুলিশ। সোমবার ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের আদালতে এই চার্জশীট দাখিল করা হলে আদালত ৩১ ডিসেম্বর শুনানির দিন ধার্য্য করেন।
গত ৬ জুন রাতে ফেনীর সোনাগাজী থেকে ছাত্রলীগ-যুবলীগের একটি মহড়া ফেনী আসার পথে তাদের গতি রোধ করে র্যাব। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস থেকে ৫টি শর্টগান, ৫টি পিস্তল, ১টি একনলা বন্দুক, ৪টি এলজি, ১৬টি রামদা, ১৬টি চাপাতি, ২টি চায়না কুড়াল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৩টি মাইক্রোসহ ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।
ঘটনার জের ধরে ওই রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ফেনী-নোয়াখালী সড়ক ও ফেনী-সোনাগাজী সড়ক অবরোধ করে রাখে এবং ফেনী রেলওয়ে স্টেশনের প্যানেল বোর্ড নিয়ে গেলে চট্রগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ