বাগেরহাটের মোরেলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন কলেজ রোড়ের আতিয়ার রহমানের ছেলে মো. মোস্তাক বিল্লাহ(২৪) ও মৃত মজিবর কাজীর ছেলে রেজাউল করিম লিটন ওরফে লিটু কাজী(২৬)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ওই দুই যুবককে ১৫দিনের কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সহকারী কমিশনার(ভূমি)মো. নাজমুল হুদা এই দণ্ডাদেশ দেন।
আজ বিকেল ৩টার দিকে একজন মেয়র প্রার্থীর পক্ষ হয়ে কয়েকজন যুবক সাংবাদিকদের ওপর হামলা করে। হামলাকারীরা জিটিভি'র সাংবাদিক জামাল হোসেন বাপ্পার মটরসাইকেলটি ভাঙচুর করে খালে ফেলে দেয় এবং দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নেয়। পরে পুলিশ মটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মোস্তাক ও লিটুকে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ