আসন্ন পৌরসভা নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে সিরাজগঞ্জের ৬টি পৌরসভায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে পৌরসভার বিভিন্ন মহল্লায় তারা টহল দিচ্ছেন।
বিজিবির উপ-অধিনায়ক মেজর ইকবাল আক্তার জানান, সিরাজগঞ্জে ৬টি পৌরসভার নির্বাচনে প্রতি পৌরসভায় এক প্লাটুন করে মোট ৬ প্লাটুন বিজিবি সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। প্রতি প্লাটুনে ৩০ জন করে বিজিবি সদস্য রয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব