বগুড়ার সারিয়াকান্দিতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ফারাজী ও সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ সরদারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, গত রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগের এক সভায় সর্বসম্মতিক্রমে তাদের দল বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, আব্দুর রশীদ ফারাজী (চামুচ) ও আব্দুল হামিদ সরদার (জগ) প্রতীক নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব