মহাসড়কে উল্টে যাওয়া পেঁয়াজের ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের সোনা উল্লাহ তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (৩৮) কফিল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩২) রুয়াপাড়া গ্রামের মৃত. শাহজাহান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩০) চক পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হামিদ (৩০)। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিতে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, রাজশাহী থেকে ঢাকাগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে পড়ে যায়। এ সময় মহাসড়কে পেঁয়াজবোঝাই বস্তা পড়ে থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজন দ্বারা মহাসড়কের উপরে থাকা পেঁয়াজবোঝাই বস্তাগুলো সরাতে থাকে। এ সময় বনপাড়া গামী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে একজন মারা যায়। ঘটনার পর পিক-আপটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা