বগুড়ার সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকা হতে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনের অদুরে উত্তর সুখানপুকুর গ্রামের সামনে রেলসড়কের উপরে অজ্ঞাত (৩৫) ব্যাক্তির ক্ষত বিক্ষত লাশ দেখে রেলওয়ে (জিআরপি) পুলিশে খবর দেয়া হয়। পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে প্রেরণ করে।
বোনারপাড়া জিআরপি থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন