বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় মহাস্থানগামী মোটরসাইকেল আরোহীকে বিপরীতমুখির একটি ট্রাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বগুড়া শহরের মাটিডালী উত্তরপাড়ার নুরুল ইসলাম মোল্লার ছেলে এবাদুল হক (৩০)। আর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বায়েজিদ (৩৫)।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, দুর্ঘটনার খবর শুনেছি।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন