ছোট বোনকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় পার্বতীপুর-রংপুর সড়কের পার্বতীপুরে পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভাই বোন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে পার্বতীপুর-রংপুর সড়কের পার্বতীপুরের কুমারপাড়া মোড়ে (বটতলী) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ছোট বোন সাবরিনা আক্তার রিমু (২০) ও বড় ভাই সুজন (২৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে মুকুল শাহ’র সন্তান।
নিহত রিমু ৫ মাসের অন্তসত্বা ছিলেন এবং দেড় বছর আগে রংপুর শহরের সিও বাজারের জনৈক গোলজারের সাথে তার বিয়ে হয় বলে জানান নিহতের চাচা মিজান।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরপরেই সেনা সদস্যরা ভাই-বোন দুজনকে পার্বতীপুর শহীদ মাহবুব সেনানিবাসের সম্বলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন