লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার ৫ দিন পর সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা এমরান হোসেনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার চরমনসা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এমরান তেওয়ারীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ধর্মপুর গ্রামের জহির উদ্দিন বাবুলের ছেলে বলে জানা গেছে।
নিহতের বোন লুবনা আক্তার ও মেরি বেগম জানান, গত ২৩ ডিসেম্বর সদর উপজেলার র্ধমপুর গ্রামের নিজ বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি সে। এ দিন দুপুরে উপজেলার চরমনসা এলাকায় পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দিলন, জহির, নাহিদ ও ইমন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন