নীলফামারী জেলার ডোমার উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওয়াদুদ রহমানকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওয়াদুদ রহমান সাহাপাড়ার প্রয়াত আব্দুল হকের ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে ডোমার বাজার থেকে সাহাপাড়াস্থ নিজ বাড়ি ফিরছিলেন ওয়াদুদ। এ সময় তার বাড়ির অদূরে সাহাপাড়া দুর্গা মন্দিরের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব