চাঁপাইনবাবগঞ্জে চার পৌরসভায় শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা বাজার সাথে সাথে নির্বাচন সংশ্লিষ্টরা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু করেন।
এদিকে, সকালেই কোনো কোনো ভোটকেন্দ্রে শীত উপেক্ষা করে নারী-পুরুষ ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। অন্যান্য ভোটকেন্দ্রগুলোতে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।
সকাল সোয়া ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীগের মেয়র প্রার্থী সামিউল হক লিটন ৬ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন। এর আগে সকাল পৌনে ৯টার সময় বিএনপির প্রার্থী আতাউর রহমান ১৩নম্বর ওয়ার্ডের রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন। জামায়াতের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ১৩ নম্বর ওয়ার্ডের শিবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।
জাসদের প্রার্থী মনিরুজ্জামান মনির ও বিদ্রোহী বিএনপির প্রার্থী মাওলানা আব্দুল মতিন ২ নম্বর ওয়ার্ডে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটপ্রদান করেন। অপরদিকে, জাতীয়পার্টির মেয়র প্রার্থী শাহজাহান আলী ভোটপ্রদান করেন দ্বারিয়াপুর সরকারি বিদ্যালয়ে।
এছাড়া শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কারিবুল হক রাজিন পিঠালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিএনপির মেয়র প্রার্থী সফিকুল ইসলাম শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন বলে জানা গেছে।
এদিকে, নির্বাচনের আগের রাতে কোনো প্রার্থী যেন অবৈধ টাকার লেনদেন করে ভোট কিনতে না পারে এজন্য বিভিন্ন প্রার্থীর লোকেরা এলাকায় সজাগ পাহারা দিয়েছে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিরামহীন অভিযান চালিয়েছে।
অপরদিকে, নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের আজ বুধবার সকালে উপজেলা পরিষদের গাড়ি নিয়ে ভোটকেন্দ্রে যেতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তাতে বাধা দিয়ে নিজস্ব মোটরসাইকেলে যাবার পরামর্শ দেন। পরে তিনি বিকল্প ব্যবস্থায় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা