নেত্রকোনার ৫টি পৌরসভার ৬১টি ভোটকেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। শীতের সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে।
তবে কেন্দ্রর বাইরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সকল প্রার্থীদের সমর্থকরা সব বাইরে এবং সড়কে ভীড় করছেন। এদিকে মোবাইল কোর্ট টিম কেন্দ্র এলাকায় টহলে রয়েছে।
নেত্রকোনার ৫টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ৬০৫ জন পুলিশ, আনসার ৮৮৯, বিজিবি ১৬০, র্যাব ৮৩ এপিবিএন পুলিশ ৩৫ ও ব্যাটালিয়ন আনসার ৩৫ জন মাঠে রয়েছে। ৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টি ঝুকিপূর্ণ।
মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৫৬২। মোট মেয়র প্রার্থী ১৫ জন। সাধারণ কাউন্সিলর ১৬৭ ও সংরক্ষিত ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা