নওগাঁ ও নজিপুর পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে। সকাল ৮টায় নির্ধারিত সময়ে সকল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার পর থেকে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
নওগাঁ শহরের পিটিআই ভোট কেন্দ্রে ভোট প্রদানের পর চকদেবপাড়া মহল্লার ভোটার শাহার বেওয়া (৬৫) জানান, নৌকা ও ধানের শীষ প্রতিক হওয়ায় মেয়র প্রার্থীদের খুব সহজেই ভোট দেওয়া গেছে। পছন্দমতো প্রার্থী বাছাই করে ভোট প্রদান করেছি।
একই কেন্দ্রে ভোট প্রদানের পর গোলম ফারুক (৬০) নামে ভোটার জানান, প্রার্থীদের প্রতীক চিনতে কোন সমস্যা হয়নি। সুন্দর পরিবেশ ও স্বাধীনভাবে ভোট প্রদান করেছি।
নওগাঁ চকদেবপাড়া পিটিআই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান জানান, এই কেন্দ্রে মোটার ভোটার রয়েছে ২ হাজার ৩৩৫ জন। ভোটগ্রহণের বুথ রয়েছে ৭টি। সকাল ১০টা পর্যন্ত মোট ভোটারের প্রায় ১০ ভাগ ভোটগ্রহণ করা হয়েছে।
জেলার রির্টানিং অফিসার আমিরুল ইসলাম জানান, সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
এদিকে, জেলার দুই পৌরসভার ৪৯টি কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা