দিনাজপুর শহরে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টায় দিকে নিজ বাড়ি হতে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
নিহত রফিকুল ইসলাম শহরের শেখপুরা রেলঘুণ্টি এলাকার বাসিন্দা।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে শহরের শেখপুরা রেলঘুণ্টি এলাকার মো. রফিকুল ইসলাম নামে একজনের গলাকাটা লাশ বুধবার সকাল ৮টা নিজ বাড়ি হতে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব