যশোর পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মারুফুল ইসলাম বলেছেন, ‘আমরা আগে থেকেই যে আশঙ্কা করে আসছিলাম, তাই সত্যি হয়েছে। ১৯টি কেন্দ্রে আগের রাতেই ৬০ ভাগ ব্যালট কেটে বাক্সে ভরা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে সকালে ভোট ডাকাতি করা হয়েছে।’
বেলা সাড়ে ১২টার দিকে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারুফুল ইসলাম আরও অভিযোগ করেন, ৪০টি কেন্দ্র থেকে সকালেই বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। বেলা ১১টার মধ্যেই বেশিরভাগ কেন্দ্রে ভোটার থাকলেও তারা ব্যালট পেপার পাননি। এ অবস্থায় এসব কেন্দ্রগুলো পুণরায় ভোটগ্রহণের দাবি জানান মারুফ।
এসময় সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা