নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজকে খান বাহাদুর কলেজ ভোটকেন্দ্র এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুর সোয়া একটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নির্বাচনকেন্দ্রিক কোনো ঘটনার কারণে পারভেজকে গ্রেফতার করা হয়নি। নাশকতাসহ বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব