পঞ্চগড় পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. তৌহিদুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কন্টোলরুমে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনী ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ১৩ হাজার ৮ শ ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকিয়া খাতুন পেয়েছেন ৬ হাজার ৭ শ ৯৮ ভোট।
নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মাওলানা আব্দুর খালেক পেয়েছেন ১ হাজার ৮ শ ৯২ ভোট। অন্যদিকে জাসদ মনোনীত আব্দুল মজিদ বাবুল মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ শ ৯৭ ভোট।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন