সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে ছয়/সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর সমর্থকরা নির্বাচন অফিস লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল ছোড়ে। পরে তারা ওই অফিসের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কলারোয়ার চারটি কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন আহমেদ আলী। চার কেন্দ্রেই বিএনপির মেয়র প্রার্থী জয়ী হওয়ায় তারা এ হামলা চালায়।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন