ময়মনসিংহের ৯ পৌরসভায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৫ টি, বিএনপি ২ টি এবং আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে ২ টিতে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট উপজেলার রিটার্নিং অফিসারগণ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন পৌরসভার রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, ফুলপুর থেকে বিএনপি’র প্রার্থী আমিনুল হক (ধানের শীষ) নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৮৩৭ ভোট। আওয়ামী লীগের শশধর সেন (নৌকা) পেয়েছেন ৩৮৯২ ভোট।
গৌরীপুরে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম রফিক (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ১১৯ ভোট। দলীয় বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম হবি (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ১৪৮ ভোট। বিএনপি’র প্রার্থী সুজিত কুমার দাস (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৭২৬ ভোট।
ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৭৯৫ ভোট। বিএনপি’র গোলাম ফারুক (ধানের শীষ) ৩৫৬৮ ভোট, দলীয় বিদ্রোহী প্রার্থী চান মাহমুদ (জগ) পেয়েছেন ৪০৯৮ ভোট।
মুক্তাগাছায় বিএনপি’র প্রার্থী শহীদুল ইসলাম শহীদ (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯২৪৫ ভোট। আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাই আকন্দ (নৌকা) ৩৯১৯ ভোট, দলীয় বিদ্রোহী প্রার্থী বাপ্পী ঘোষ (নারিকেল গাছ) ৫০৭৭ .ভোট ও জাতীয় পার্টির আতাউর রহমান লেলিন (লাঙ্গল) ৫৩৯০ ভোট পেয়েছেন।
ত্রিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ.বি.এম.আনিসুজ্জামান (জগ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ২৪৭ ভোট। বিএনপি’র আমিনুল ইসলাম আমিন (ধানের শীষ) ৫ হাজার ৭৫৯ ভোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল সরকার (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭৭১ ভোট।
ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী আব্দুস সাত্তার (নারিকেল গাছ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭২১১ ভোট। আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৬৩৬ ভোট। বিএনপি’র ফিরোজ আহমেদ বুলু (ধানের শীষ) ১ হাজার ৪৮২ ভোট।
নান্দাইলে আওয়ামী লীগের রফিক উদ্দিন ভূইয়া (নৌকা)- ৯ হাজার ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এ.এফ.এম.আজিজুল ইসলাম পিকুল (ধানের শীষ) ৬ হাজার ৩২৬ ভোট।
গফরগাঁওয়ে আওয়ামী লীগের প্রার্থী এস.এম.ইকবাল হোসেন সুমন (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৭১৪ ভোট। বিএনপি’র শাহ আব্দুল্লাহ আল মামুন (ধানের শীষ) পেয়েছেন ৫৮৯ ভোট।
ভালুকায় আওয়ামী লীগের প্রার্থী ডা: মেজবাহ উদ্দিন কাইয়ুম (নৌকা) এগিয়ে আছেন। ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে একটি ভোট কেন্দ্র স্থগিত রয়েছে। ৮ টি ভোট কেন্দ্রে তিনি পেয়েছেন ৯ হাজার ৯১ ভোট। বিএনপি’র হাতেম খান (ধানের শীষ) ৪ হাজার ৩২১ ভোট পেয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন