পুনরায় নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁও ডিসি মূখেশ চন্দ্র বিশ্বাসসহ জেলার ২৫ জন সাংবাদিককে অবরুদ্ধ করে রেখেছে আওয়ামী প্রার্থীরা।
ঠাকুরগাঁও সদর উপজেলা পৌরসভায় বিএনপি প্রার্থী ভোটে এগিয়ে থাকায় আওয়ামী প্রার্থীরা তাদেরকে ডিসি অফিসে আটক করে রেখেছে।
ঠাকুরগাঁও সদর পৌরসভার ২১টির মধ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল বিএনপির মির্জা ফয়সাল আমীন ধানের শীষ নিয়ে ১৫ হাজার ৭শ ৫৯ ভোট পেয়ে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের তাহমিনা আখতার মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ১০হাজার ৭শ ১ ভোট। স্থগিত ৩টি কেন্দ্রের মোট ভোট ৬হাজার ৩শ ৬১টি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত র্যাব, বিজিবি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের সেখান থেকে সরিয়ে দিতে পারছে না।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন