বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ফেনীর ফুলগাজীতে নবম শ্রেণির এক কিশোরীকে অপহরণ করে ২০ দিন আটক রেখে গণধর্ষণ ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর গত ১২ দিন আগে ফুলগাজী থানায় মামলা করা হলেও পুলিশ আসামিকে গ্রেফতারে তৎপর নয় বলে অভিযোগ করেছে ওই কিশোরীর পরিবার।
কিশোরীর মা সালমা বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে ফুলগাজীর আমজাদের হাট জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১৪ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার জমিদার মিঞার ছেলে আবুল বাশার ও তার চার সহযোগী তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ২০ দিন তারা তাকে আটক রেখে গণধর্ষণ ও নির্যাতন চালায়। পরে অপহরণকারীদের দাবীকৃত ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তারা ২ জানুয়ারি তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
মেয়েকে উদ্ধারের পর তার মা ফুলগাজী থানায় আবুল বাশারসহ ৪-৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য কোন তৎপরতা চালাচ্ছেননা বলে জানান তিনি।
অপরদিকে, আসামিরা মামলা তুলে নেয়ার জন্য ক্ষতিগ্রস্থের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
তবে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ফেনী জেলা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক শংকর কুমার জানান, মেয়েটির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব