বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতারা প্রতিনিয়ত বিষোদগার করে যাচ্ছেন। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু, গত ৭ বছরেও কোন দুর্নীতির প্রমাণ করতে পারেনি। তিনি তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও চক্রান্ত বন্ধের দাবী জানান।
বৃহস্পবিার দুপুরে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ দেশে এক দলীয় শাসন প্রতিষ্ঠার জন্য গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। দেশের সঠিক চিত্র দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়কে জানতে দেয়া হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশের গ্রামে গঞ্জে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এতদিন এই নির্বাচন নির্দলীয়ভাবে হলেও বর্তমান সরকার অশুভ উদ্দেশ্যে দলীয় প্রতিকে নির্বাচনের আইন করেছে। এর ফলে সামাজিক বন্ধন নষ্ট হয়। আওয়ামী লীগ আমাদের সরকারের অধীনেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে, আমরাও অংশ নিচ্ছি। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমরা অংশ নেব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দেশে গণতন্ত্র নেই। রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেয়া হয় না। অনুমতি দিলেও তা শর্তের বেড়াজালে আবদ্ধ রাখা হচ্ছে। তাই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সরকারের নানা কর্মকান্ডের প্রতিবাদ করছি।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু, জানে আলম খোকা, আলী আজগর তালুকদার হেনা, একেএম আহসানুল তৈয়ব জাকির, আব্দুর রাফি পান্না, ডাক্তার মামুনুর রশিদ মিঠু, শেখ তাহা উদ্দিন নাহিন, নাজমুল হুদা পপন, আবুল বাশার, মাহফুজুর রহমান রাজু, রফিকুল ইসলাম, রেজাউল করিম রেজা, মাহমুদ শরীফ মিঠু, খান জাহাঙ্গীর, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব