ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস ঘটনায় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামল দায়ের করেছে। এতে দলটির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকনসহ ৪৪ জন এবং অজ্ঞাত আরো ২৫০ জনকে অসামী করা হয়েছে। সোমবার রাতে সংঘর্ষের ঘটনায় সদর থানার এসআই আলী আক্কাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এদিকে দু’দিনের সহিংস ঘটনায় পুলিশ ৭টি এবং জিআরপি পুলিশ ১টি মামলা দায়ের করে। একটি সূত্র জানায, প্রতিটি মামলাতেই ৭/৮’শ জনকে আসামি করা হয়েছে। তাতে মোট আসামীমি অন্তত ৬ সহস্রাধিক।
তবে এখন পর্যন্ত মাদ্রাসা ছাত্র হত্যা ও মাদ্রাসা-মসজিদ ভাংচুরের ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
এদিকে জেলা পুলিশ সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলামকে প্রধান করে আরেকটি ৩ সদস্যের তদন্ত টিম গঠন করেছে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব