ঢাকা-ময়সনসিংহ মহাসড়কের নাছির গ্লাসের সামনে ময়মনসিংহগামী অজ্ঞাত একটি ট্রাকের চাপায় সাবিনা ইয়ামিন(৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা গাজীপুর জেলার শ্রীপূর উপজেলার মাওনা গ্রামের তুফাজ্জল হোনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক সাবিনাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব