হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইউসুফ নগর এলাকায় ট্রাকেরচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু'জনের নাম জানা গেছে। এরা হলেন মহরম আলী (৫০), মানিক মিয়া (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী এ তথ্য জানান।
তিনি জানান, ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বর্তমানে বিক্ষোভ করছে এলাকাবাসী।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ