মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের আনারননেছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট'র উদ্যোগে আজ শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও শীতার্ত ৪ সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে নতুন কম্বল বিতরণ করা হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম শাহজাহানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস ও ইউএনও শাম্মী আক্তার। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মো. জাকির হোসেন, জাকির হোসেন বাবুল বেপারী, মো. দুলাল বেপারী, রেজাউল বেপারী, লিটন রাঢ়ী, ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেনসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ