হবিগঞ্জে নাশকতার পরিকল্পনা ও টাকা বিতরণের সময় জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমানসহ ১৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় জেলা জামায়াতের আমীরের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১ লাখ টাকা, ৪ হাজার একশ' লিফলেট, ৭০টি জিহাদী বই, পাঁচশ' দাওয়াতপত্র ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তারা বড় ধরনের কোনো নাশতকার পরিকল্পনা করছিল।
গ্রেফতারৃতরা হলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী মো. মুশাহিদ আলী, হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ পেৌর জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সভাপতি মো. ইমান আলী, লাখাই উপজেলা জামায়াতের সভাপতি মো. নূর উদ্দিন, চুনারুঘাট উপজেলা জাময়াতের নায়েবে আামীর মো. আব্দুল খালেক, বানিয়াচঙ্গ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জেলা কর্মপরিষদ সদস্য মো. আব্দুল রাজ্জাক খান, বানিয়াচঙ্গ উপজেলা জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমান, বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আহাদ, নবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মুকিত পাঠান, একই উপজেলার বাউশা ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ আলী, আজমিরীগঞ্জ থানা জামায়াতের সহকারি সেক্রেটারী মো. নাছির উদ্দিন চৌধুরী।
পুলিশ জানায়, আজ শুক্রবার উল্লিখিত সময়ে শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমানের বাড়িতে নাশকতার পরিকল্পনা ও অর্থ বিতরণ সংক্রান্ত গোপন সভা চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মোক্তাদির হোসেন, এসআই সুদীপ রায়, সদর থানার এসআই মিজানুর রহমান ও পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার মাকসুুদুর রহমান মনির প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে ৮টি উপজেলায় বিতরণের জন্য লিফলেট ও টাকা আলাদা করা হচ্ছিল। লিফলেটগুলোতে ফাঁসি হওয়া জামাতের সেক্রেটরী আলী আহসান মুজাহিদ যা বলে গেলেন, মতিউর রহমান নিজামীর উপর অনুরুপ বুলেটিন এবং সরকারের বিরুদ্ধে বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বোচ্ছার হওয়ার আহবান উল্লেখ ছিল। তিনি আরো জানান, সরকারবিরুধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার জন্য গ্রেফাতরকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ