ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। জানা গেছে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাওড়াকান্দি- শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এ দুর্ভোগে পড়তে হয় জণসাধারণকে। এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন ৯ শতাধিক যাত্রী নিয়ে ১২টি ফেরি নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসি কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আ. সালাম জানান, রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া বাতি দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। এ সময় মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট ও শিমুলিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ১২টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাওড়াকানিদ ও শিমুলিয়া ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক, বাসসহ, ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ