সিরাজগঞ্জে শহরের ধানবান্ধি মহল্লার বাসিন্দা উম্মে কুলসুম রানী (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত উম্মে কুলসুম রানী (২৪) সিরাজগঞ্জ পৌর এলাকার রাজু আহম্মেদ (৩২)'র স্ত্রী ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খামার সাদুল্লাপুর গ্রামের সাবেক সেনাসদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে।
সদর থানার উপ-পরিদর্শক আবু জাফর নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সিরাজগঞ্জ জেলা শহরের ধানবান্ধি নবদ্বীপপুল এলাকার বাসিন্দা পাউবোর ঠিকাদার আলতাফ হোসেনের ছেলে রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় রানীর। এক পর্যায়ে এক বছর আগে তাদের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির পর দু'জন আলাদা ঘরে অবস্থান করে। গভীর রাতে রানী ফাঁস নিয়ে আত্মহত্যার চষ্টো করে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। সংবাদ পেয়ে আজ দুপুরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ